অ্যাঞ্জেল ডি মারিয়াকে খুনের হুমকি! গত সোমবার দুপুর আড়াইটে নাগাদ একটি ধূসর গাড়ি থেকে ডি মারিয়ার মিরাফ্লোরসের হাউজিং কমপ্লেক্সের সামনে এই তারকার উদ্দেশে লিখিত হুমকির নোট ছুঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম বুয়েনস আইরেস টাইমস জানিয়েছে, ওই নোটে লিখে দেওয়া হয়েছে, মারিয়া যদি রোজারিয়োতে খেলার জন্য ফিরে আসেন, তা হলে তাঁর পরিবারকে শেষ করে দেওয়া হবে।
বুয়েনস আইরেস টাইমস আরও জানিয়েছে, একটি কালো প্লাস্টিকে মোড়ানো ছিল এই চিঠি। ডি মারিয়ার মাকে উদ্দেশ্য করে ওই চিঠিতে লেখা হয়েছে, "ছেলে অ্য়ানহেলকে বলে দেবেন, ও যেন রোজারিয়োতে ফিরে না আসে। তা হলে পরিবারের কোনও এক সদস্যকে মেরে ফেলব। আমরা কাগজের টুকরো ছুড়ে দিই না। মৃত মানুষ ছুড়ে দি।"
আরও পড়ুন: আইপিএলের ডেথ ওভারে সর্বাধিক স্ট্রাইক রেট, আরসিবিকে জিতিয়ে ইতিহাস কার্তিকের
স্থানীয় পুলিশ নোটটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। এখনও কোনও সূত্র পাওয়া যায়নি। মনে করা হচ্ছে, ড্রাগ পাচারকারীদের থেকেই এই হুমকি এসেছে।