আইএসএল শুরু হওয়ার পর থেকেই চোট সমস্যায় ভুগছে মোহনবাগান। এই মরশুমের অর্ধেক সময় দলের হয়ে নামতে পারেননি বড় বড় নাম। তাদের মধ্যে অন্যতম বড় নাম সাহাল আব্দুল সামাদ ও আনোয়ার আলি। সামাদ ফিরলেও ডার্বির আগে কি আনোয়ার আলি ফিরবেন! তা নিয়ে কিন্তু জল্পনা তৈরি হয়েছে।
ডুরান্ডের ফাইনালে জিতলেও এই মরশুমে দুবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারতে হয়েছে মোহনবাগানকে। সমর্থকদের একাংশের দাবি, শনিবার কলকাতা ডার্বিতে হাবাসের ট্রাম্পকার্ড হতে পারেন আনোয়ার আলি। ৯০ মিনিট খেলার জন্য তিনি ফিট।
দিমিত্রিস, কামিংস, সাদিকু, হুগো বুমোস। চার বিদেশি ভাল ফর্মে আছেন। কিয়ান নাসিরিও ডার্বিতে গোল পেতে মরিয়া। এই মরশুমে ভাল ফর্মে না থাকলেও লিস্টন কোলাসো টিমে আছেন। শনিবার ডার্বিতে কোচ অ্যান্তেনিও হাবাস কি কুয়াদ্রাতের জন্য কোন ট্রাম্পকার্ড বের করেন, সেটাই দেখার।