অবশেষে স্বস্তি। চোট সারিয়ে মাঠে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। চোট সারিয়ে প্রায় দু'মাস পর বুট জোড়া গলাবেন লিও। তাঁর মাঠে ফেরার কথা জানিয়েছেন, ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্তিনো।
চোট সারিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার থেকে স্বাভাবিক অনুশীলনও শুরু করেছেন। তাঁকে ক্লাবের সতীর্থদের সঙ্গে মাঠে দেখা গিয়েছে। শনিবার মায়ামি মাঠে নামবে। প্রতিপক্ষ ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই ম্যাচে মেসিকে মাঠে নামানোর পরিকল্পনা করেছেন মার্তিনো।
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কোচ। তাঁর কথায়,'মেসি একদম সুস্থ। শনিবারের তাঁকে মাঠে নামানোর পরিকল্পনায় আছে। মেসিকে কী ভাবে ব্যবহার করব, সেটা ম্যাচের আগে ঠিক করা হবে।'
উল্লেখ্য, কোপা টুর্নামেন্টের শুরু থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন মেসি । তবুও, তিনি মাঠ ছাড়েননি । চোট নিয়েই দলকে জিতিয়েছেন একাধিক ম্যাচে । কোপার ফাইনালের প্রথমার্ধেও চোট পেয়েছিলেন লিওনেল মেসি । তবুও মাঠে টিকে ছিলেন ।
দ্বিতীয়ার্ধে দৌঁড়তে গিয়ে আবার চোট পান । ফলে ৬৫ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার অধিনায়ককে । ম্যাচ চলাকালীন দেখা যায় লিওনেল মেসির পায়ের গোড়ালি ফুলে গিয়েছে । রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন তিনি । চোখে তখন জল। দু'হাত চাপা দিয়ে কান্না আটকানোর চেষ্টা করছেন । সেদিন আর নিজেকে সামলাতে পারেননি ।