পেরুর বিরুদ্ধে ২-০ গোলের ব্যবধানে জয় আর্জেন্টিনার। জোড়া গোল লাওতারো মার্টিনেজের। গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে বিশ্রাম দিয়েছিলেন কোচ লাওনেল স্কালোনি। কিন্তু ফলে কোনও প্রভাব পড়ল না আর্জেন্টিনার। এই ম্য়াচ জিতে গ্রুপ শীর্ষে নীল-সাদা ব্রিগেড।
কোপা আমেরিকা ম্যাচে গ্রুপ পর্বে হার্ড রক স্টেডিয়ামে নেমেছিল আর্জেন্টিনা। প্রথম থেকেই আক্রমণ করে টিম। গোলের মুখ খোলে দ্বিতীয়ার্ধের শুরুতে। ৪৭ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল পান মার্টিনেজ। দ্বিতীয়ার্ধে পাল্টা লড়াই করে পেরু। আর্জেন্টিনার ফুটবলারদের সঙ্গে একাধিকবার বিবাদে জড়াতে দেখা যায়। কিন্তু সমতা ফেরাতে পারেনি তাঁরা। ৮৬ মিনিটে দলকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ। গ্রুপ পর্বের তিন ম্যাচে ৪ গোল করলেন তিনি। আগামী ৪ জুলাই নকআউটে প্রথম ম্যাচ আর্জেন্টিনার।