শব্দই ব্রহ্ম। এই শব্দেই আজ তারা মেক্সিকো বধ করতে চায়। শুক্রবার দোহার রাস্তায় প্রায় মধ্য়রাত পর্যন্ত গর্জনের পর এটাই দাবি আর্জেন্টাইন সমর্থকদের। এটা ঠিক যে, এই কাতার প্রথম নয়। এর আগেও প্রথম ম্য়াচ হেরে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। তাই, এই বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারকে খুব একটা আমল দিচ্ছেন না নীল-সাদা সমর্থকরা। তাই দৃঢ় বিশ্বাস তাঁদের টাইগার এখনও জিন্দা আছেন। ঠিক ফিরিয়ে আনবেন দলকে। অতএব মেক্সিকো ম্য়াচের আগে সেই মেসিতেই বুঁদ আর্জেন্টাইনরা।
এমনিতেই দোহার রাস্তা গত কয়েকদিন ধরে তাঁদের দখলেই আছে। মনেই হচ্ছে না এটা কোনও আরব দেশ। বরং আর্জেন্টাইন সমর্থকদের দাপটে পাল্টে যাচ্ছে আরব্য রজনীর গল্প। নেচে-গেয়ে মাতিয়ে রাখছেন গোটা শহরকে। যে যেখানেই থাকুন না কেন, জড়ো হচ্ছেন এক ছাতার তলায়। তাই মধ্য়রাত পর্যন্ত তাঁদের গর্জনে এখন গমগম করছে দোহা।
এদিকে, আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগে হুমকি দিয়ে রাখলেন মেক্সিকোর কোচ জেরাডো মার্টিনও। তাঁর দাবি, এই ম্য়াচেই হয়তো শেষবারের মতো সাংবাদিক বৈঠকে দেখা যেতে পারে লিও মেসিকে। মার্টিনও এই হুঁশিয়ারিকে আমল দিচ্ছেন না আর্জেন্টিনার ভক্তরা। তাঁদের একটা দাবি, মেসি আছে। সব ঠিক হয়ে যাবে।