বিপক্ষের রিজার্ভ বেঞ্চে বলে লাথি। হাতাহাতি, অশ্রাব্য গালিগালাজ। গোলের পর বিপক্ষের কোচের দিকে অঙ্গভঙ্গি। রেফারির সঙ্গে দুর্ব্যবহার। ম্যাচের পর লুই ভ্যান গলের দিকে তেড়ে যাওয়া। সব মিলিয়ে আর্জেন্টিনার (Argentina) প্রতি খুশি নয় ফিফা (FIFA)। ফুটবল নিয়ামক সংস্থা জানিয়েছে, আর্জেন্টিনার ফুটবলাররা নিয়মভঙ্গ করেছেন। নিয়ম ভেঙেছে নেদারল্যান্ডসও (Netherlands)। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই দলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।
শুক্রবার ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা বারবার ঝামেলায় জড়িয়ে পড়েন। একের পর এক হলুদ কার্ড দেখানোয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ম্যাচে মোট ১৬টি হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচের পর আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ ডাচ কোচকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ফ্যান গলের। সব কিছু নিয়েই তদন্ত শুরু করেছে ফিফা।
আরও পড়ুন: মেক্সিকো থেকে কাতার, ৩৬ বছর পর ইতিহাসের পাতায় মরক্কো
জানা গিয়েছে, দুই দলের ফুটবল সংস্থাকেই ১৬ হাজার মার্কিন ডলার জরিমানা করা হতে পারে। এবার বিশ্বকাপে দুবার জরিমানা করা হয়েছে সৌদি আরবকে। আর্জেন্টিনাকে আলাদা করে কোনও জরিমানা করা হলে জরিমানার অঙ্ক বাড়তে পারে।