কোপা আমেরিকা জিতে দেশে ফিরেছে লিও মেসির আর্জেন্টিনা। পর পর দু'বার ম্যাচ জিতে স্বাভাবিক ভাবেই ডাবল সেলিব্রেশনে ব্যস্ত ছিল নীল-সাদা জার্সিধারীরা। এই সেলিব্রেশিনেই গোল বাধে। মেসি ব্রিগেডের সেলিব্রেশনে আর্জেন্টাইন ফুটবলাররা যে গান গাইছিলেন, তাতেই কিছু বৈষম্যমূলক মন্তব্য ছিল। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। আর এই নিয়ে বিতর্ক নিয়ে মুখ খোলার কারণে ছাঁটাই করা হল আর্জেন্টিনার ডেপুটি ক্রীড়ামন্ত্রীকে।
কলোম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এই জয়ের সেলিব্রেশনে সোশ্যাল মিডিয়াতে এনজো ফার্নান্দেজের করা এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে মজা করছেন তাঁরা। এই ভিডিয়ো নিয়েই মন্তব্য করেন আর্জেন্টিনার ডেপুটি ক্রীড়ামন্ত্রী জুলিও গারো।
ডেপুটি ক্রীড়ামন্ত্রী এই ঘটনার জেরে মেসি-সহ আর্জেন্টিনার ফুটবলারদের ক্ষমা চাইতে বলেন। একইসঙ্গে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াকেও তিনি প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। আর এই কারণেই বেশ বিপদে পড়েন ডেপুটি ক্রীড়ামন্ত্রী।
এই ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আর্জেন্টিনার জাতীয় দল, বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুই বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। এই ফুটবল দল বা অন্য কোনও নাগরিককে কী মন্তব্য করতে হবে তা বলার অধিকার কোনও সরকারের নেই। এই কারণেই জুলিও গারোকে আর্জেন্টিনার ডেপুটি ক্রীড়ামন্ত্রী হিসেবে বরখাস্ত করা হল।'