ঠিক যেন চার বছর আগের রাশিয়া। এবারও কাতারে মাঠে ও মাঠের বাইরে কঠিন পার্টিগণিতের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। বুধবার তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। এই গ্রুপে চার পয়েন্ট নিয়ে তারাই এখন শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট তিন। পরিস্কার অঙ্ক বলছে, শেষ ম্য়াচে পোলিশদের হারালেই নক-আউটে উঠবেন মেসিরা। কারণ, তিন পয়েন্ট নিয়ে মেসিদের উপর নিঃশ্বাস ফেলছে সৌদি আরব। তাদের শেষ ম্য়াচ মেক্সিকোর বিরুদ্ধে। এবার বিষয় হল আর্জেন্টিনা যদি হেরে যায়, আর সৌদি যদি জিতে যায়, তাহলে পোল্য়ান্ডের সঙ্গে এই গ্রুপ থেকে তারাই যাবে নকআউটে। আবার যদি এটা হয় আর্জেন্টিনা ও সৌদি আরব দু জনেই হেরে গেল, তা-হলে কী হবে ? তখন পোল্যান্ডের সঙ্গে নক আউটে যাবে মেক্সিকো। কারণ, তখন তাদের পয়েন্ট হবে চার। শুধু আর্জেন্টিনা, সৌদি আরব নয়, গ্রুপে শেষ ম্য়াচে হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পোল্য়ান্ডও। কারণ, আর্জেন্টিনা ও সৌদি আরব নিজেদের ম্য়াচ জিতলে দু দলের ৬ পয়েন্ট হবে।
ফলে চার বছর আগের রাশিয়া চায় না আর্জেন্টিনা। বরং শেষ ম্য়াচে তিন পয়েন্টই লক্ষ ওটামেন্ডিদের। উল্টোদিকে আরব দেশগুলির বাজি সৌদি আরব। যারা এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে। বুধবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটা কাতারের দুটি আলাদা স্টেডিয়ামে চারটি দল খেলবে। আর এই দুই ম্য়াচের দিকেই তাকিয়ে রাত জাগবেন ফুটবল প্রেমীরা।
ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে যজ্ঞ-প্রার্থনা। কারণ, বিশ্বকাপ মেসিকে চায়। আর চায় তামাম দুনিয়া। ইতিমধ্যেই মেসি ঘোষণা করেছেন, পোল্য়ান্ড ম্য়াচ তাঁর কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ।