৩৭ বছরে পা রাখলেন লিওনেল মেসি। কোপা আমেরিকা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় সময় বুধবার ভোররাতে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন। প্রতিপক্ষ চিলি। তার আগে লিও-র জন্মদিনে উৎসবে মেতে উঠলেন ফুটবলভক্তরা।
কাতার বিশ্বকাপে তাঁরই নেতৃত্বে জয়ী হয়েছে আর্জেন্টিনা। এবার কোপা আমেরিকাতেও দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কোচ লিওনেল স্কালোনি নিজেও মেসিভক্ত। মেসি মানেই আবেগের অন্য নাম। কোপা আমেরিকা টুর্নামেন্ট চলাকালীন জন্মদিনে তাই সোশ্যাল মিডিয়া জুড়ে মেসিকে নিয়ে পোস্ট। বিশ্বকাপের পর এবার কোপা আমেরিকার ট্রফিটাও তাঁর হাতে দেখতে চান ফুটবলপ্রেমীরা।
গতবারও কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিকে চলছে ইউরো কাপ। জনপ্রিয়তা, আকর্ষণে ইউরোপের ফুটবলকে একাই চ্যালেঞ্জ জানাচ্ছেন লিওনেল মেসি। গত ম্যাচে গোল না পেলেও গোল অ্যাসিস্ট করিয়েছেন। চিলির বিরুদ্ধে কোপাতে তাঁর পায়ে প্রথম গোলের প্রহর গুনছে ফুটবলবিশ্ব।