এবার কি কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। মারাদোনা, মেসি, পেলে, কাফু, অলিভার কানের পর দেশের ফুটবল মক্কায় পা রাখতে পারেন মেসির দেশের এই গোলকিপার। সব ঠিকঠাক থাকলে চলতি বছর জুনে কলকাতায় আসবেন এমিলিয়ানো মার্টিনেজ।
ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত সম্প্রতি বার্সেলোনায় গিয়েছিলেন। সেখানেই আর্জেন্টিনার গোলকিপারের টিমের সঙ্গে দেখা করেন বলে খবর। তাঁর একটি ফেসবুক পেজেও সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। অ্যাস্টন ভিলায় খেলেন মার্টিনেজ। ক্লাবের সম্মতি নিয়ে কলকাতায় আসবেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার।
কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ের পর তাঁর অঙ্গভঙ্গি নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক হয়। মাঠেও পেনাল্টি শুটআউটে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। তবে আর্জেন্টাইন তারকা সবার মন জিতে নিয়েছেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার অন্যতম নায়কও তিনি।