লাউতারো মার্টিনেজ (Lautaro Martinez)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে মেসির (Lionel Messi) সাজানো পাস থেকে গোল করতে পারেননি তিনি। মিস করেছেন একের পর এক সুযোগ। তাঁর পারফরম্যান্সে খুশি নন সমর্থকরা। জানা গিয়েছে, ব্যথার ইঞ্জেকশন নিচ্ছেন মার্টিনেজ। নেদারল্যান্ডস (Netherlands) ম্যাচে তাঁকে নাও পাওয়া যেতে পারে।
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার মার্টিনেজ। সৌদি আরব ম্যাচে সুযোগ মিস করেছেন তিনি। সুযোগ মিস করেছেন গত ম্যাচেও। বৃহস্পতিবার তাঁর এজেন্ট আলেসান্দ্রো কামাচো জানান, নিয়মিত ব্যথার ইঞ্জেকশন নিতে হচ্ছে তাঁকে। ব্যথা কমানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি। গোড়ালিতে ব্যথা আছে। সেরে গেলে, পুরনো ছন্দে দেখা যাবে তাঁকে। এছাড়া সৌদি আরবের ম্যাচে গোল মিস, ওর মনেও প্রভাব পড়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কোচের সঙ্গে উত্তপ্ত কথোপকথন, মাঝপথে ফিরে যাবেন রোনাল্ডো! এমন কিছু হয়নি, জানাল পর্তুগাল
মার্টিনেজের পরিবর্তে এবার প্রথম একাদশে সুযোগ পেয়েছেন জুলিয়ান আলভারেজ়। নেমেই অসাধারণ পারফরম্যান্স তাঁর। দুটি গোলও করে ফেলেছেন। মার্টিনেজ যদি প্রথম একাদশে ফিরতে পারেন, আরও শক্তিশালী হবে দল, মনে করছেন তাঁর এজেন্ট কামাচো।