উত্তপ্ত নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচ (Netherlands vs Argentina)। স্টপেজ টাইমের ঠিক আগেই গণ্ডগোল। আর্জেন্টিনার লিওনার্দো পারেদেসের (Leonardo Perdes) সঙ্গে গণ্ডগোল বাধা নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চে বসা ফুটবলারদের। ধাক্কাধাক্কি, হাতাহাতি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ম্য়াচে মোট ১৩টি হলুদ কার্ড দেখলেন দুই দলের ফুটবলাররা। মোট ৪৮টি ফাউল। হলুদ কার্ড দেখলেন মেসিও (Lionel Messi)।
কীভাবে সূত্রপাত
পরপর দুটি ট্যাকেল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার পেরেদেস। তারপরই সজোরে লাথি মেরে বল পাঠিয়ে দেন নেদারল্যান্ডসের রিজার্ভ বেঞ্চে। কয়েক সেকেন্ডের মধ্যে মাঠে নেমে আসেন ডাচ ফুটবলাররা। পেরেসেচকে ঘিরে ফেলেন রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা। ধাক্কা দিয়ে মাঠে ফেলে দেওয়া হয় আর্জেন্টিনার এক ফুটবলারকে। ছুটে আসেন মাঠের ফুটবলাররাও। ডাচ অধিনায়ক ভ্যানজিল ভ্যান ডিক ধাক্কা মেরে ফেলে দেন পেরেসেচকে। উত্তপ্ত বাদানুবাদ চলতেই থাকে দুই টিমের ফুটবলারদের মধ্যে।
আরও পড়ুন: এমবাপে ঝড় রুখতে তাড়াতাড়ি ঘুমোতে হবে, ইংল্যান্ডকে পরামর্শ ফরাসি ডিফেন্ডারের
পুরো ঘটনায় রেফারিও কিংকর্তব্যবিমূঢ়। ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হয় পেরেদেসকে। এই ঘটনার সময় মাঠেই উপস্থিত ছিলেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। ফিফা দুই টিমের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয়, তার দিকে তাকিয়ে অনুরাগীরা।