এশিয়া সফরে এসেছে বিশ্বজয়ী আর্জেন্টিনা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন লিওনেল মেসিরা। বেজিংয়ের ওয়ার্কার স্টেডিয়ামে ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় এই ম্যাচ শুরু হবে।
বর্তমানে ফিফা ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে আছে আর্জেন্টিনা। ২০২২ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছেন মেসিরা। গত ৮ ম্যাচে অপরাজিত। বিশ্বকাপেই শেষবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ২-১ ব্যবধানে জিতছিল নীল-সাদা ব্রিগেড। ভারতে এই ম্যাচ কোনও টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে না। তবে অ্যান্ড্রয়েড অ্যাপ ভিউস্পোর্টে লাইভ স্ট্রিমিংয়ে দেখা যাবে খেলা।
২০২২ ফিফা বিশ্বকাপে দারুণ শুরু করেছিল অস্ট্রেলিয়া। শেষ ১৬-তেও পৌঁছেছিল টিম। ফিফা ব়্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে আছে দল। আর্জেন্টিনার বিরুদ্ধে তাই ম্যাচে লড়াই করতে হবে মেসিদের। পিএসজি ছাড়ার পর এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি।