কোপা আমেরিকার আগে ছন্দে আর্জেন্টিনা। ২১ জুন কোপার প্রথম ম্যাচেই নামছে নীল সাদা ব্রিগেড। তার আগে গুয়াতেমালার বিরুদ্ধে ৪-১ গোলের ব্যবধানে জয় আর্জেন্টিনার। জোড়া গোল করলেন লিওনেল মেসি। একটি গোল করালেন।
কোপা শুরুর আগে মেসির ফিটনেস কেমন! দেখার জন্যই ৯০ মিনিট মেসিকে মাঠে নামিয়েছিলেন কোচ লিয়োনেল স্কালোনি। মেসিও দুরন্ত ছন্দে। আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় গুয়াতেমালা। কিন্তু এরপরই আর্জেন্টিনার আক্রমণে টিকতে পারেনি গুয়াতেমালার রক্ষণ। এরপরই পরপর আক্রমণে গোল করে আর্জেন্টিনা।