পরতে পরতে টেনশন। চোখের নিমেষে বদলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম আর্জেন্টিনার (Argentina) এই থ্রিলার ম্যাচ, হার মানাবে নেটফ্লিক্সের স্কুইড গেম বা মানি হাইস্টকেও। ৭১ মিনিটে মেসির (Lionel Messi) পেনাল্টিতে ২-০ স্কোর। সেই নিশ্চয়তা থেকে, রুদ্ধশ্বাস শুটআউটে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত সেভ। নাটকীয় পট পরিবর্তনের শেষে, শেষ চারে আর্জেন্টিনা। ব্রাজিলের অভিশাপ কাতারেও পিছু ছাড়ল না নেদারল্যান্ডসের (Netherlands)। সেবার সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টি থেকেই হেরে বিদায় নিতে হয়েছিল। এবার কোয়ার্টার ফাইনাল।
লুসাইল স্টেডিয়াম যেন আর্জেন্টিনার হোমগ্রাউন্ড। গ্যালারি ছিল নীল সাদা। মেসিরা মাঠে নামতেই সমবেত কণ্ঠে গান, আর বাজনার ছন্দ। দুলে উঠেছিল আপামর বিশ্বের আর্জেন্টিনার সমর্থকরা। ৩৫ মিনিটে সেই সুযোগ তৈরি করে দিলেন লিওনেল মেসি। তাঁর পাস থেকে বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করলেন আর্জেন্টিনার ফুটবলার নাউয়েল মলিনা। প্রথমার্ধ ১-০ স্কোরেই শেষ হয়।
এবার বিশ্বকাপ যে দ্বিতীয়ার্ধে বেশি আক্রমণাত্মক, আরও একবার প্রমাণিত এই ম্যাচে। ৭১ মিনিটের মাথায় আর্জেন্টিনার ফুটবলার আকুনাকে ফাউল করেন ডেঞ্জিল ডামফ্রিস। পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে স্বস্তির গোল করেন এলএম টেন। ২-০। তখনও কেউ ঘুনাক্ষরেও আন্দাজ করতে পারেননি, ৩০ মিনিটে খেলা শেষ হবে ২-২। ৮৩ মিনিটে প্রথম গোল শোধ করে নেদারল্যান্ডস। ৮৭ মিনিটে দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। শেষ মিনিটের ফ্রি-কিকে সমতা ফেরান সেই উইঘর্স্ট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
আরও পড়ুন: পেলেকে ছোঁয়ার দিনে নেইমারের স্বপ্নভঙ্গ, কাতারে বিশ্বকাপ রেখেই বিদায় ব্রাজিল
এক্সট্রা টাইমে সুযোগ আসে আর্জেন্টিনারই। লাউতারো মার্টিনেজের শট ভার্জিল ভ্যান ডিকের গায়ে লেগে বেরিয়ে যায়। এঞ্জো ফার্নান্ডেজের শট ডিফ্টেক্ট হয়ে বারপোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। মার্টিনেজের আরও একটি শট বাঁচান ডাচ গোলকিপার নোপার্ট। ফার্নান্ডেজের শট পোস্টে লেগে ফিরে আসে। খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে নেদারল্যান্ডসের প্রথম দুটি শট বাঁচিয়ে ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। প্রথম পেনাল্টি থেকে গোল করে দলকে আত্মবিশ্বাস এনে দেন মেসিও। একটি শট মিস করেন এঞ্জো ফার্নান্ডেজ। কিন্তু নির্ধারক শটে লাউতারো মার্টিনেজের শট জালে জড়াতেই, উচ্ছ্বাসে ভেসে যায় গ্যালারি। জামা খুলে ফেলেন গোলকিপার মার্টিনেজ। সেলিব্রেশনে মেতে ওঠে কাতার থেকে বুয়েনোস আইরেস।