৮৫ বছরের দীর্ঘ পথচলার ইতি। প্রয়াত আর্জেন্টিনার প্রথম বিশ্বজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি। ১৯৭৮ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন তিনি। তাঁর হাত ধরেই দেশে এসেছিল বিশ্বকাপ এবং যুববিশ্বকাপের খেতাব। জানা গিয়েছে, রক্তাল্পতার কারণে প্রায় মাস খানেকের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবরে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফে একটি বিবৃতিতে মেনোত্তির মৃত্যুর খবর জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, 'দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, আর্জেন্টিনার কোচ সিজার লুইস মেনোত্তি আর নেই। উনি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ ছিলেন। বর্তমানে উনি জাতীয় দলের ডিরেক্টর পদেও ছিলেন। তাঁর পরিবারকে সমবেদনা।'
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির শহর রোসারিয়োতেই জন্ম হয়েছিল মেনোত্তির। রোসারিয়ো সেন্ট্রাল, স্যান্টোস, জুভেন্টাসের মতো একাধিক দলে খেলেছেন তিনি। তবে, কোচ হিসেবেই বেশি পরিচিতি পেয়েছিলেন তিনি।
আরও পড়ুন - একই ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট, পিছিয়ে পড়া ইন্টার মিয়ামিকে জেতালেন লিও
১৯৭৮ সালের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, সেই দলের কোচ ছিলেন মেনোত্তি। এরপর দেশের অনূর্ধ্ব-২০ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ওই দলেই ছিলেন মারাদোনা। এছাড়াও মোট ১৬টি দলের কোচ ছিলেন তিনি।