আপাতত অ্যাস্টন ভিলা ছাড়তে হচ্ছে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসকে। লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচের পর এই ইঙ্গিত কোচ উনাই এমরির। লিডসের বিরুদ্ধে ২-১ গোলে ম্যাচ জিতেছে অ্যাস্টন ভিলা। আর এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েই নায়ক মার্টিনেস। দুটি নিশ্চিত গোল আটকেছে তিনি। আর তাতেই কোচ এমরির সঙ্গে তাঁর সম্পর্কের বরফ গলেছে বলেই মনে করা হচ্ছে। কারণ, এই ম্যাচের আগে পর্যন্ত অ্যাস্টন ভিলার প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না আর্জেন্টিনার এই গোলকিপার। ম্যাচের পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এমরি।
কয়েক দিন আগে ইউরোপের ফুটবলে ট্রান্সফার সংক্রান্ত সব থেকে বড় সংস্থা দাবি করেছিল, মার্টিনেসকে তাড়াতে হঠাৎই সক্রিয় হয়ে উঠেছে তাঁর ক্লাব। বিশ্বকাপ জয়ের পর থেকে বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়া এই গোলকিপারকে রাখতে চাইছেন না কোচ। মূলত তাঁর মেজাজ এবং আচার-আচরণ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন এমরি।
কিন্তু ইপিএলে ম্যাচে জিততেই এমেরি জানিয়েছেন, তাঁরা একে অপরকে শ্রদ্ধা করেন। আর্জেন্টিনার হয়ে কাতারে দুরন্ত খেলেছেন মার্টিনেস। তাই তাঁকে ছাড়ার কোনও প্রশ্নই নেই। এর আগেও একসঙ্গে কাজ করেছেন মার্টিনেস এবং এমরি।