ডুরান্ডে ব্যর্থতার পর কলকাতা লিগে ড্র দিয়ে শুরু হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের অভিযান। এই অবস্থায় বুধবার ফের মাঠে নামছে লাল-হলুদ। প্রতিপক্ষ এরিয়ান্স। এই ম্য়াচ জিতে পুজোর আগে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান লাল-হলুদের কর্তারা। কারণ, প্রথম ম্য়াচে খিদিরপুরের কাছে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল। বিনু জর্জের দলের অনেক ফুটবলারকে চোখে ধরেছিল। হয়নি শুধু গোলটুকু।
বুধবারে ম্যাচে সেই খরা কাটাতে চান লাল-হলুদ ফুটবলাররা। এবার এরিয়ান্সে তিন বিদেশি আছেন। যাঁরা এসেছেন ক্যামারুন থেকে। তাই পড়শি ক্লাবের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ সতর্ক ইস্টবেঙ্গল কোচ। এই ম্যাচে সিনিয়র দল থেকে চার ফুটবলার মাঠে নামাতে পারে ইস্টবেঙ্গল। তবে তাঁরা কারা, এখনও জানা যায়নি।
তবে শোনা যাচ্ছে সাত অক্টোবর আইএসএলে নামার আগে সার্থক, মোবাশিরদের একবার দেখে নেওয়া যেতে পারে। তবে এরিয়ান্সকে সমীহ করেছেন বিনু। মাঠে নামার আগে জানিয়েছেন, গত ম্য়াচের ভুল এবার শুধরে নেওয়া হবে।