ইন্ডিয়ান সুপার লিগে (ISL) এফসি গোয়াকে (FC Goa) ২-০ গোলে হারিয়ে দিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আসার পাশাপাশি ফের উজ্জ্বল হল লিগ টপার হওয়ার স্বপ্ন।
১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুইয়ে থাকলেও, আইএসএল টেবলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি-র ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে এটিকে মোহনবাগান। হায়দরাবাদের পয়েন্ট ১৬ ম্যাচে ২৯। এফসি গোয়াকে হারানোর পর এটিকে মোহনবাগান পৌঁছে গেল ২৯ পয়েন্টে। তাও হায়দরাবাদের থেকে এক ম্যাচ কম খেলে। তবে হায়দরাবাদ গোল পার্থক্যে অনেকটাই এগিয়ে রয়েছে। তিনে থাকে কেরালা ব্লাস্টার্সের পয়েন্ট ২৬। ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে জামশেদপুর রয়েছে চারে।
আরও পড়ুন: ISL 2022: ফের হার এসসি ইস্টবেঙ্গলের, আইএসএলের পয়েন্ট টেবিলে তিনে কেরল
টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে নতুন রেকর্ড গড়ল এটিকে মোহনবাগান। জোড়া গোল করে ম্যাচের নায়ক স্ট্রাইকার মনভীর সিং।