ইন্ডিয়ান সুপার লিগে ফের জয়ের সরণীতে ফিরল এটিকে-মোহনবাগান। শনিবার ঘরের মাঠে পয়েন্ট টেবলের দ্বিতীয়স্থানে থাকা হায়দরাবাদকে ১-০ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। ম্য়াচের ১১ মিনিটে একমাত্র গোল হুগো বুমোর। আশিক কুরিনিয়ানের থেকে বল পেয়ে গোল করেন তিনি। এই জয়ের ফলে লিগ টেবলে চার নম্বরে উঠে এল এটিকে-মোহনবাগান।
গোয়ার মাঠে ভরাডুবির পর এই ম্য়াচে দল পুরো বদলে ফেলেন বাগান কোচ জুয়ান ফেরেন্দো। চার-তিন-তিন ছকে যুবভারতীতে শুরু করে সবুজ-মেরুন। চোটের কারণে বাইরে কাউকো। তাঁর জায়গায় প্রথম একাদশে বুমোর পাশে শুরু করেন কার্ল ম্যাগুউ। দীপক টাংরিকে এদিন ব্য়বহার করা হয় ডান দিক থেকে। মনবীর-লিস্টনের পাশেই বাঁদিকে স্প্যানিশ কোচের বাজি ছিল আশিক।
বিশ্বকাপের মতো সল্টলেকের এই ম্য়াচও শেষ হল নিরানব্বই মিনিটে। গোটা ম্য়াচে দাপট দেখালেন সবুজ-মেরুন ফুটবলাররা। দলের জয়ে খুশি কোচ জুয়ান ফেরেন্দো।