বিশ্বকাপের ছায়া এবার ইন্ডিয়ান সুপার লিগে। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হারের পরেই রেফারির বিরুদ্ধে নানা অভিযোগ তুলল এটিকে মোহনবাগান। ইতিমধ্যে ওই ম্যাচের রেফারি তেজস নাগবেঙ্কের বিরুদ্ধে ফেডারেশনের কাছে নালিশ জানিয়েছে সবুজ-মেরুন। গত শনিবার যুবভারতীতে মুম্বইয়ের বিরুদ্ধে এক-শূন্য গোলে হেরেছিলেন হুগো বুমোরা। ওই ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন এটিকে-মোহনবাগান কোচ জুয়ান ফেরেন্দো। দ্বিতীয়ার্ধে একটি নিশ্চিত পেনাল্টি থেকে সবুজ-মেরুনকে বঞ্চিত করা হয় বলেও রেফারির বিরুদ্ধে অভিযোগ।
শনিবার মু্ম্বইয়ের বিরুদ্ধে হেরে লিগ টেবলে বেশ চাপে এটিকে-মোহনবাগান। এই ম্যাচে বেশ কয়েকটি বিষয়ে রেফারির বিরুদ্ধে নালিশ জানিয়েছে সবুজ-মেরুন। অভিযোগ, একটি ফাউল ও একটা পেনাল্টি ছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত ওই ম্যাচে কলকাতার ক্লাবের বিরুদ্ধে গিয়েছে।
রেফারিং নিয়ে ক্ষোভের মধ্যেই সবুজ-মেরুন শিবিরে কিছুটা স্বস্তি ফিরল দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে। কোমরে চোট নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে খেললেও তাঁর চোট গুরুতর নয়। এ দিকে এটিকে-মোহনবাগানে আসতে পারেন ভারতীয় মিডফিল্ডার আনওয়ার আলি। জন্ম থেকেই হৃদযন্ত্রে সমস্যা রয়েছে তাঁর। সেই অসুস্থতা নিয়েও আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজ়ি ফুটবল খেলছেন তিনি।