আইএসএলের (ISL 2022 Live Score) দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ২-৫ গোলে জয় এটিকে মোহনবাগানের। প্রথমার্ধে গোল খেয়েও পাল্টা গোল করলেন। হ্যাটট্রিক নয়া অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা ফুটবলার দিমিত্রি পেত্রাতোসের।
এদিন ম্যাচে প্রথম ৬ মিনিটের মাথায় গোল করে কেরল ব্লাস্টার্স। গোল করেন কেরলের ফুটবলার ইভান কালিউঝিনি। কিন্তু খেলায় ফিরে আসে এটিকে। পিছিয়ে পড়েও ২৬ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। গোল করেন। দিমিত্রি পেত্রাতোস। ৩৮ মিনিটে গোল করে টিমকে এগিয়ে দেন জনি কাউকো। বাতিল হয় লিস্টন কোলাসোর (L:iston Collaso) অফসাইডের গোল।
আরও পড়ুন: চলতি বছরের ডিসেম্বরেই ২০২৩ সালের আইপিএলের নিলাম বসছে বেঙ্গালুরুতে
এদিকে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণের ঝাঁঝ বাড়াল কেরল। ৮১ মিনিটে গোল করেন রাহুল। কিন্তু সাত মিনিটের মধ্যে পাল্টা গোল করে ফের এগিয়ে যায় সবুজ মেরুন। গোল করেন পেত্রাতোস। ইনজুরি টাইমে টিমের হয়ে আরও একটি গোল করে টিমের জয় নিশ্চিত করেন পেত্রাতোস।