ডুরান্ড কাপের আগেই সবুজ-মেরুনে ফের করোনার থাবা। ক্লাব সূত্রে খবর, করোনা থাবা বসিয়েছে অজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলের শরীরে। শুধু তাই নয়, অন্তত ৫ ফুটবলার ভুগছেন জ্বরে। দলের অন্য খেলোয়াড়রাদেরও করোনা টেস্ট করানো হয়েছে।
জানা গিয়েছে, সবুজ-মেরুনের মিডফিল্ডার দীপক টাংরি এবং আশিক কুরুনিয়ান, স্ট্রাইকার মনবীর সিং এবং গোল-কিপিং কোচ অ্যাঞ্জেল পিন্ডাডো জ্বরের কবলে পড়েছেন। তারই মধ্যে করোনা ভাইরাসে (Coronavirus) সংক্রমিত ব্রেন্ডন। তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। যদিও অন্য একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, ব্রেন্ডনের পেটের সমস্যা রয়েছে। পেটব্যথা, বমিভাব আছে। শরীরে ব়্যাশ বেরিয়েছে। তবে দীপক ও মনবীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিন্তু দুর্বলতা রয়েছে।
আরও পড়ুন- Chelsea vs Tottenham: লন্ডন ডার্বিতে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই ম্যানেজার, লাল কার্ড রেফারির
উল্লেখ্য, গত জুনে মেলবোর্ন ভিক্টরি দলের হয়ে এ-লিগে খেলা তারকা ডিফেন্ডারকে দু’বছরের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান। স্প্যানিশ ডিফেন্ডার তিরির পরিবর্ত হিসেবেই তাঁকে বেছে নেন ফেরান্দো। গত ৩ আগস্ট শহরের পা রাখেন হ্যামিল। তারপরই নেমে পড়েছিলেন অনুশীলনে। কিন্তু এবার তিনি করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়াল সবুজ-মেরুন শিবিরে।