ডুরান্ড কাপে এখন জয়ের মুখ দেখতে পারল না এটিকে-মোহনবাগান। প্রথম ম্য়াচে হারের পর বুধবার আইএসএল খেলে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল সবুজ-মেরুন। এই ম্য়াচেও সেই গোল নষ্ঠের খেসারত দিতে হল জুয়ান ফেরেন্দোর দলকে। ৯০ মিনিট পর ম্য়াচের ফল ১-১। ম্য়াচের ৪০ মিনিটে লিস্টন কোলাসোর গোলে এগিয়ে গিয়েছিল কলকাতার এই ক্লাব। কিন্তু ৭৭ মিনিটে গোল শোধ করে মুম্বই। ফলে মরশুমের প্রথম টুর্নামেন্টে চাপ আরও বাড়ল সবুজ-মেরুনের উপরে।
প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হারের পর কোচ ফেরান্দো জানান, ফুটবলাররা ঠিকঠাক ফিনিশ করতে পারলে ৬-৭ গোলে জেতা সম্ভব ছিল। অর্থাৎ দলের ফিনিশিংয়ে যে খামতি থেকে গিয়েছিল, সেটা মেনে নিয়েছেন সবুজ-মেরুন কোচ। কিন্তু সেই খামতি এদিন পূরণ করার কোনও লক্ষণ দেখা গেল না। ভুরি ভুরি সুযোগ তৈরি হল, কিন্তু গোল এল মাত্র একটা। উলটে রক্ষণের দুর্বলতার সুযোগে মুম্বই গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে ফেলল।
ডার্বির আগে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। শীর্ষে মুম্বই সিটি। ইমামি ইস্টবেঙ্গল রয়েছে তৃতীয় স্থানে।