মিশন গোয়া। চলল মোহনবাগান। শনিবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগের মেগা ফাইনাল। ওই দিন গোয়ার মাঠেও গ্যালারি ভরা দেখতে চান এটিকে-মোহবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরেন্দো। ইতিমধ্যেই বিভিন্ন ফ্যান ক্লাব থেকে খবর, গোয়া যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমনকী শনিবার ফাইনাল দেখতে মাঠে থাকতে পারে দেশের বিভিন্ন কোণে থাকা সবুজ-মেরুন সমর্থকরাও। ১৮ মার্চ গোয়ার মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে এটিক-মোহনবাগান।
এই মরশুমে গোটা টুর্নামেন্টে ভাল-মন্দ মিশিয়ে সবুজ-মেরুনের পারফরম্যান্স। বিশেষ করে এসে শেষের দিকে এসে উদ্বেগ বেড়েছিল বাগান সমর্থকদের। সুপার সিক্সে উঠবে কীনা, তা নিয়ে চলছিল চাপা টেনশন। এই আইএসএলে বেশ কিছু ভাল ম্যাচ যেমন জিতেছে এটিকে-মোহনবাগান, তেমন-ই বেশ কিছু সহজ ম্যাচেও তারা পয়েন্ট নষ্ট করেছে।
তাই ফাইনালে ওঠার আগে পর্যন্ত প্রায় সুতোয় ঝুলছিল স্প্যানিশ কোচ জুয়ান ফেরেন্দোর ভাগ্য। তা গোয়া পর্যন্ত বিস্তারিত হয়েছে গোলকিপার বিশাল কায়েথের হাত আর অধিনায়ক প্রীতম কোটালের পায়ে। তাই আপাতত শনিবার পর্যন্ত অপেক্ষা। গোয়ায় ভরা মাঠ দেখতে চান জুয়ান। শুনতে চান শব্দ ব্রহ্ম।