ইন্ডিয়ান সুপার লিগে জয়ের মধ্যেই আছে এটিকে-মোহনবাগান। শনিবার বেঙ্গালুরুর ক্রান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরুকে ১-০ গোলে হারিয়ে দিল গত তিন বারের চ্যাম্পিয়নরা। ম্য়াচের ৬৬ মিনিটে একমাত্র গোল দিমিত্রি পেত্রাতোসের। এই জয়ের ফলে চার নম্বরেই থেকে গেল জুয়ান ফেরান্দোর দল। ৮ ম্য়াচে এটিকে-মোহনবাগানের পয়েন্ট ১৬।
ভারতীয় ফুটবলে বেঙ্গালুরু বনাম এটিকে-মোহনবাগান, সবসময় বড় যুদ্ধ। সেই যুদ্ধে এবারও এগিয়ে থাকল সবুজ-মেরুনই। এই বছরই সবুজ-মেরুন ছেড়ে বেঙ্গালুরুতে সই করেছেন রয় কৃষ্ণা। প্রাক্তন দলের কাছে হেরেই মাঠ ছাড়তে হল তাঁকে। এদিন শুরু থেকেই বেশ ভাল শুরু করেছিল জুয়ান ফেরেন্দোর দল। পাস বৈচিত্র্যেই এদিন বেঙ্গালুরুকে টেক্কা দিল কলকাতার এই ক্লাব। পরিসংখ্য়ান বলছে, ৪২৬টি পাস খেলেছেন বাগান ফুটবলাররা। আর তাতেই বেঙ্গালুরু থেকে এল স্বস্তির তিন পয়েন্ট।
আট ডিসেম্বর কাতার বিশ্বকাপের বিরতি। কিন্তু বিরতি নেই এটিকে-মোহনবাগানের। ওই দিন যুবভারতীতে জুয়ান ফেরান্দোর দল খেলবে জামশেদপুর এফসির বিরুদ্ধে।