বয়স ৪২। আইএসএলে এখনও জয়ের স্বাদ পাননি। কিন্তু তাঁর ক্লাব এটিকে মোহনবাগান আইএসএলে একাধিকবার চ্যাম্পিয়ন। এবার প্রথম জয়ের স্বাদ পেতে চান স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। শনিবার ফাইনালে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তাই সতর্ক কোচ।
ফাইনালে ডিফেন্স মজবুত রাখাই চ্যালেঞ্জ এটিকের। প্রীতম কোটাল থাকলেও এটিকের ডিফেন্সের প্রধান শক্তি ব্রেন্ডন হ্যামিল থাকবেন না। গত চার ম্যাচে তাঁর অনুপস্থিতি সামলে দিয়েছেন স্লাভকো দামিয়ানোভিচ। ফাইনালে আশিক খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। দিমিত্রোস, হুগো বুমোসরা জয় ছাড়া অন্য কিছু ভাবতে চাইছেন না।
ফেরান্দোকেই মরশুমের শুরু থেকেই সমালোচনার শিকার হতে হয়েছে। রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামসরা ক্লাব ছেড়ে গিয়েছেন। ডুরান্ডে সাফল্য আসেনি। এবার ট্রফি জয় ছাড়়া অন্য কিছু ভাবছেন না সবুজ-মেরুন কোচ। ম্যাচের আগের দিন জানালেন, ৯০ মিনিটেই খেলা শেষ করতে চান তিনি। ম্যাচের আগের দিন ফেরান্দো বলেন, "শেষ কয়েকটি ম্যাচে দারুণ শুরু করেছে বেঙ্গালুরু এফসি। প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজেদের দলের দিকেই গুরুত্ব দিতে চাই। নিজেদের পরিকল্পনা অনুযায়ী ফাইনালে নামব।"