রবিবার আইএসএলে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে নামছে মুম্বই সিটি এফসি। পরিসংখ্যানের দিক থেকে সবুজ-মেরুন ব্রিগেডের থেকে এগিয়ে মুম্বই। আইসএএলে এখনও পর্যন্ত এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হারেনি মুম্বই সিটি। সেটাই মানসিকভাবে এগিয়ে রাখছে মুম্বইকে।
মরশুমের প্রথম ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হারতে হয়েছে এটিকে মোহনবাগানকে। কিন্তু শেষ দুই ম্যাচে কেরল ব্লাস্টার্স ও ইস্টবেঙ্গলকে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। ডার্বিতে অন্য ফরমেশনে খেলেছিল এটিকে মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্দো মুম্বই সিটির বিরুদ্ধেও সেই ফরমেশন নামাতে পারেন। এবার মরশুমে ছন্দে আছেন অস্ট্রেলিয়ান ফুটবলার দিমিত্রি পেত্রাতোস। মুম্বইয়ের বিরুদ্ধে পেত্রাতোসকে প্রথম থেকেই খেলাতে পারে মোহনবাগান। সঙ্গে থাকবেন মনবীর সিং, লিস্টন কোলাসো ও হুগো বুমোস। মুম্বইয়ের বিরুদ্ধে এটিকের এই চার অস্ত্র কতটা ভাল পারফর্ম করতে পারেন, তার দিকে নজর থাকবে।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে মেসির চোট, ঝুঁকি না নিয়ে বিশ্রামের সিদ্ধান্ত পিএসজির
ম্যাচের আগের দিন জুয়ান ফেরান্দো বলেন, "মুম্বই সিটি এফসি টিমে ভাল ফুটবলার আছে। ওদের মতো বড় টিমের বিরুদ্ধে ওদের মাঠে গিয়ে খেলা সব সময়ই কঠিন। আমাদেরও কিছু পরিকল্পনা আছে। আশা করি সাফল্য আসবে।" মুম্বই সিটিকে কখনও হারাতে পারেনি এটিকে মোহনবাগান। যদিও স্প্যানিশ কোট মনে করছেন, "আশা করছি, এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারব আমরা। পরিসংখ্যানে বিশ্বাসী নই। কারণ ফুটবলে পরিসংখ্য়ান বদলায়।"