টানা ১০ ম্যাচ হারের পর প্রথম জয় নর্থ ইস্ট ইউনাইটেডের (North East United)। আইএসএলে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে হার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। ৬৯ মিনিটে নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে গোল করেন উইলমার জর্ডন।
ম্যাচের ২২ মিনিটে এই জর্ডনের শটই ফিরে আসে গোল পোস্টে। সেই শটেই গোল হলে চাপে পড়ে যেত সবুজ মেরুন। প্রথমার্ধ গোলশূন্য হয়েই শেষ হয়। দ্বিতীয়ার্ধে কিয়ান নাসিরিকে নামান বাগান কোচ জুয়ান ফেরান্দো। ৫২ মিনিটে প্রথম সুযোগ আসে বাগানের। কিন্তু গোল করতে পারেননি লিস্টন কোলাসো। ৬৩ মিনিটে সুযোগ পান দিমিত্রিসও।
আরও পড়ুন: ৪ উইকেট হারিয়ে চাপে ভারত, চতুর্থ দিনে জয়ের জন্য প্রয়োজন ১০০ রান
এই ম্যাচে হারের পরেও পয়েন্ট টেবিলের তিন নম্বরেই এটিকে মোহনবাগান। এক নম্বরে আছে মুম্বই সিটি এফসি। ১১ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে একদম নিচে নর্থ ইস্ট ইউনাইটেড।