প্লে-অফে ওঠার পর অন্যদের যাত্রাভঙ্গ করার জন্য মুখিয়ে কেরল ব্লাস্টার্স (Kerala Blasters)। শনিবার যুবভারতী স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) মুখোমুখি হবে তাঁরা। সবুজ-মেরুন ব্রিগেডকে এই ম্যাচ জিততেই হবে।
ম্যাচের আগে আইএসএল পয়েন্ট টেবিলে ৬ নম্বরে নেমে গিয়েছে এটিকে মোহনবাগান। প্লে-অফ নিশ্চিত করতে কেরল ব্লাস্টার্সকে হারাতেই হবে জুয়ান ফেরান্দোদের। গত ৬টি ম্যাচে পারফরম্যান্স একেবারেই ভাল নয় এটিকে মোহনবাগানের। গত ৬টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে শেষ মুহূর্তে জয় পেয়েছে এটিকে। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে শনিবার গোলের জন্য ঝাঁপাবেন লিস্টন কোলাসো, হুগো বুমোস, মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসরা।
আরও পড়ুন: কেন বোর্ড থেকে ইস্তফা দিলেন চেতন শর্মা, চটেছিলেন কোচ-অধিনায়ক!
তহে কোচ জুয়ান ফেরান্দোর মনোভাব নিয়ে খুশি নন সমর্থকরা। এবার প্লে-অফ থেকে ছিটকে গেলে সমস্যায় পড়তে পারেন স্প্যানিশ কোচও। সরিয়েও দেওয়া হতে পারে তাঁকে।