ইন্ডিয়ান সুপার লিগে শেষ ছয়ের লড়াই কঠিন হয়ে যাচ্ছে এটিকে মোহনবাগানের। প্লে-অফে কীভাবে উঠবে দল, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে হিসেব-নিকেশ। কত পয়েন্ট পেলে প্লে-অফ নিশ্চিত হবে!
এখনও পর্যন্ত আইএসএলে ৫ নম্বরে আছে এটিকে মোহনবাগান। এখনও প্লে-অফ নিশ্চিত নয়।
ছয় নম্বরে থেকে লিগ শেষ করতে গেলে ৩১ বা ৩২ পয়েন্ট পেতে হবে জুয়ান ফেরান্দোদের। দুটি ম্যাচে জিতলে ৩৪ পয়েন্টে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান। তবে দুটি ম্যাচ হারলে সুযোগ শেষ হয়ে যাবে সবুজ মেরুনের। একটি ম্যাচ জিতলে, একটি ম্যাচ ড্র করলে প্লে-অফ নিশ্চিত নয়।
বাকি দুই ম্যাচই জিততে হবে। শনিবার মোহনবাগানের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। আগামী ম্যাচে আইএসএলের ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামবে এটিকে মোহনবাগান। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হেরে যায় এটিকে। জামশেদপুর এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র হয়েছে। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধেও হারতে হয় এটিকে মোহনবাগানকে।