বিশাল হাত আর অধিনায়কের পা। এই দুয়ের সমন্বয়ে দু বছর পর ফের ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে এটিকে-মোহনবাগান। সোমবার কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদকে টাইব্রেকার ৪-৩ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। পেনাল্টি শুটআউটে হাভিয়ার সিভেইরো এবং ওগবেচের শট আটকে ম্যাচের নায়ক বিশাল কায়েথ। পঞ্চম শটে গোল করে দলকে ফাইনালে তুললেন অধিনায়ক প্রীতম কোটাল।
প্রথম লেগে নিজামের শহরে গিয়ে হায়দরাবাদকে রুখে দিয়েছিল এটিকে-মোহনবাাগন। এদিনও শুরু থেকেই তারা চাপে রেখেছিল প্রতিপক্ষকে। চার-তিন-দুই-এক এই ফর্মূলায় হায়দরাবাদের বিরুদ্ধে দল সাজিয়েছিলেন বাগান কোচ জুয়ান ফেরেন্দো। লিস্টন কোলাসোর বদলে প্রথম একাদশে কিয়ান নাসিরিকে খেলিয়ে চমক দিয়েছিলেন তিনি। প্রথম ৪৫ মিনিটেই বেশ কিছু সুযোগ তৈরি করে ফেলেছিল সবুজ মেরুন।
নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরমধ্যেই একবার মনভীর এবং একবার পেত্রাতোস গোলের সুযোগ নষ্ঠ করেন। টাইব্রেকারে জোয়াও ভিক্টরের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। সবুজ-মেরুনের হয়ে গোল করেন পেত্রাতোস, গায়গো, মনভীর এবং প্রীতম কোটাল। একমাত্র ব্রেন্ডল হ্যামিল গোল করতে ব্যর্থ হন। এরমধ্যেই হায়দরাবাদের দুটি শট আটকে সবুজ-মেরুনের জয় কার্যত নিশ্চিত করে ফেলেন বিশাল।