তাঁর পা থেকেই প্রথম ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান। আর তাঁর প্রয়াণের দিনেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে লজ্জার হার এটিকে-মোহনবাগানের। শনিবার মধ্য়রাতে প্রয়াত হয়েছেন অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্য়ায়। আর ওই দিন সল্টলেকে আই লিগের দল রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নেমেছিল সবুজ-মেরুন। কিন্তু ৯০ মিনিট পর ম্যাচের ফল রাজস্থান ইউনাইটেড তিন, এটিকে-মোহনবাগান দুই।
যদিও কিয়ান নাসিরির গোলে এগিয়ে গিয়েছিল সবুজ-মেরুন। তবে একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হল। সেইসঙ্গে অনুভব করতে হল রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসের না থাকার অভাব। কিয়ানের গোল অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারমধ্য়েই গোলশোধ করে রাজস্থান।
দ্বিতীয়ার্ধে ২-১ করেছিলেন এই বছর সবুজ-মেরুনে খেলতে আসা আশিক কুরুনিয়ান। তাতেও রক্ষে হল না। শেষ বেলায় পর পর দুটি গোল হজম করে, মরশুমের প্রথম ম্যাচেই হার দিয়ে শুরু করতে হল মোহনবাগানকে।