ফাইনালে উঠতেই প্রত্যাশা বাড়ল বাগান সমর্থকদের। আইএসএলের দ্বিতীয় পর্বেও যে সমর্থকদের দেখা গিয়েছিল 'এটিকে হটাও' প্রতিবাদে নামতে। কয়েক মাস যেতে না যেতেই সেই দর্শকদেরই মাততে দেখা গেল আইএসএল ট্রফি জেতা নিয়ে।
হায়দরাবাদকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান। ট্রফি জেতা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। অনেকেই ইতিমধ্যে প্রিয় দলকে সমর্থন করতে গোয়া চলে গিয়েছেন।
শনিবার চতুর্থ আইএসএল ফাইনাল খেলতে নামবে এটিকে মোহনবাগান। সুনীল ছেত্রী-রয় কৃষ্ণাদের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী প্রীতম। তবে, বেঙ্গালুরু এফসি প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী।
আরও পড়ুন - হল অফ ফেমে গেইল ও ডিভিলিয়ার্স, দুই ক্রিকেটারের জার্সি বাঁচিয়ে রাখবে আরসিবি