AFC কাপের প্রাক যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার ব্লু স্টারকে (Blue Star) পাঁচ গোলে হারায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আগামী মঙ্গলবার এটিকে মোহনবাগানের সামনে ঢাকা আবাহনী (Dhaka Abahani)। কিন্তু প্রতিপক্ষ দল কেমন, তা নিয়ে কোনও ধারণাই নেই। তাই আত্মতুষ্টিতে একেবারেই ভুগতে চাইছেন না কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। তিনি টিমকে জানান, ঢাকা আবাহনী ব্লু-স্টারের থেকে অনেক কঠিন প্রতিপক্ষ। তাই পাসিং ফুটবল, বল নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা বলেছেন কোচ জুয়ান ফেরান্দো। তবে এই ম্যাচে সন্দেশ জিঙ্ঘনকে টিমে পাবে না এটিকে মোহনবাগান।
গত ম্যাচে জোড়া গোল করেন জনি কাউকো ও মনবীর সিং। তবে ঢাকা আবাহনীর ম্যাচ নিয়ে সাবধানী গোটা সবুজ মেরুন শিবির। এটিকে মোহনবাগান টিমের প্রধান ফুটবলার মনবীর সিং জানান, "ইউটিউবের ভিডিয়ো দেখে প্রতিপক্ষ সম্পর্কে কিছুটা আন্দাজ পেয়েছি। এছাড়া সেভাবে কোনও ধারণা নেই। এটা আমাদের কাছে সমস্যার। কারণ, অচেনা দল ভয়ঙ্কর হয়। আইএসএলে বিপক্ষের ম্যাচ দেখে নামার সুবিধা ছিল। ব্লু-স্টারের ম্যাচও দেখেছিলাম। কিন্তু আবহনীর ম্যাচ এখনও দেখিনি। শুনেছি ওদের দল শক্তিশালী।"
আরও পড়ুন: মঙ্গলবার আইপিএলে আরসিবির মুখোমুখি লখনউ সুপার জায়েন্ট, কার্তিককে আটকানোই লক্ষ্য লখনউর
ইউরো কাপে খেলে এসেছেন জনি কাউকো। এটিকে মোহনবাগান টিমের সঙ্গে কাটানো প্রত্যেক মুহূর্ত উপভোগ করছেন তিনি। তিনি জানান, "ভারতে আসার আগে চিন্তায় ছিলাম। এখানের ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে পারব তো! এটাও প্রমাণ করার চেষ্টা করেছিলাম, যে গোল করতে পারি। নিজের ছন্দে না পৌঁছলেও মনে হয় সমর্থকদের খুশি করতে পেরেছি।"