বিশ্বকাপের মধ্যেই চলছে আইএসএল। শনিবার সল্টলেক স্টেডিয়ামে খেলতে নামবে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এবারও টুর্নামেন্টে বেশ দাপটের সঙ্গে খেলছে। তাই লড়াই সহজ হবে না এটিকে মোহনবাগানের।
গতবার সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল এটিকে মোহনবাগানকে। এরপর প্রথম হায়দরাবাদের মুখোমুখি দল। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হারতে হয়েছে। ঘরের মাঠে এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য সবুজ-মেরুনের। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দলে নেই জনি কাউকো। হাঁটুতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর অভাব ভোগাবে টিমকে।
তবে এফসি গোয়ার বিরুদ্ধে হারের পর এই ম্যাচে ফিরতে আত্মবিশ্বাসী কোচ জুয়ান ফেরান্দ। তিনি জানান, আগামী ম্যাচ নিয়েই ভাবছে টিম। হায়দরাবাদের বিরুদ্ধে দলের লক্ষ্য ৩ পয়েন্ট। দল তাঁর জন্য প্রস্তুত।
গত ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এই মরশুমের প্রথম ম্যাচে হারতে হয়েছে হায়দরাবাদকে। এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও ম্যাচ সহজ হবে না। বর্তমানে পয়েন্ট টেবলে দুইয়ে নেমে গিয়েছে হায়দরাবাদ। একে আছে মুম্বই সিটি এফসি। ছয় নম্বরে এটিকে মোহনবাগান।