হাতছাড়া হয়েছে শিল্ড। কিন্তু এখনও সুযোগ আছে আইএসএলে (ISL 2022) লিগ চ্যাম্পিয়ন হওয়ার। শনিবার সেমিফাইনালের প্রথম লেগে হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান। তার আগে রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়ানোই লক্ষ্য কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)।
এটিকের অন্যতম মিডফিল্ডার হুগো বুমোর চোটের জন্য মাঠের বাইরে। জনি কাউকো ভাল ফর্মে আছেন। ফর্মে আছেন মনবীর সিং ও লিস্টন কোলাসোও। সেমিফাইনালের লড়াইয়ে মিডফিল্ডের ওপরই ভরসা করছেন কোচ ফেরান্দো। তাঁর মতে, লিগ চ্যাম্পিয়ন হতে গেলে মাঝমাঠকে আরও শক্তিশালী করতে হবে।
আরও পড়ুন: প্রবাসী ভারতীয় ধনকুবের বিবেক রণদীভে কিনতে পারেন চেলসি, নিলাম নিয়ে জল্পনা
হায়দরাবাদ এফসির অন্যতম তারকা ফুটবলার ওগবেচে। বাকি দুই বিদেশি স্টপারও ছন্দে আছেন। তাই শনিবার লড়াই সহজ হবে এটিকে মোহনবাগানের। নিজেদের রক্ষণকে আরও শক্তিশালী করার স্ট্র্যাটেজি বানাচ্ছেন কোচ জুয়ান ফেরান্দো। জামশেদপুর এফসির বিরুদ্ধে হেরে শিল্ড হাতছাড়া হয়েছে। তাই আর কোনও ভুল করতে চাইছে না এটিকে মোহনবাগান।