প্রথম সেমিফাইনালের আগে মোহনবাগান ফুটবলারার বেশ ক্লান্ত ছিলেন। হায়দরাবাদ ম্যাচে সময়ও পায়নি টিম। সোমবার ৯০ মিনিটেই ম্যাচ শেষ করতে চান এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
প্রথম লেগে হায়দরাবাদের ঘরের মাঠে গিয়ে হারতে হয়নি। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচ। এটাই বাড়তি পাওনা। ঘরের মাঠে সমর্থকদের সামনে আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে চায় সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার ম্যাচে দল অপরিবর্তিত থাকবে। যুবভারতীর চেনা আবহে দিমিত্রি পেত্রাতোস, হুগো বুমোস, লিস্টন কোলাসোরা প্রথম থেকেই আক্রমণের জন্য ঝাঁপাবে। পাশাপাশি রক্ষণে সতর্ক থাকতে হবে, প্রীতক কোটালদেরও।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ফেরান্দো বলেন, "সোমবারের ম্যাচই আমাদের ফাইনাল। সম্পূর্ণ আলাদা মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। প্রত্যেক জায়গা খেয়াল রাখতে হবে।" গত বছর সেমিফাইনালে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে হেরেই বিদায়। এবার সপ্তাহের প্রথম দিন ভাল রেজাল্ট সমর্থকদের উপহার দিতে চায় এটিকে মোহনবাগান।