মঙ্গলবার আইএসএলে (ISL 2022) হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ডার্বিতে এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal) হারানোর পর মুম্বই সিটির (Mumbai City FC) বিরুদ্ধে ড্র করেছে টিম। পয়েন্ট টেবিল থেকেও চার থেকে নেমে চলে গিয়েছে ছয় নম্বরে। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তাই জয়ের লক্ষ্যে নামছে সবুজ-মেরুন।
১২ ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট ২০। টিমের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা কোভিডে আক্রান্ত হওয়ায় অন্য দলগুলোর থেকে ২টি ম্যাচ কম খেলেছে টিম। লিগের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসির বিরুদ্ধে লড়াইটা খুব সহজ হবে না। শেষ ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়েছে হায়দরাবাদ। তাই সেই মতো ঘুঁটি সাজাচ্ছেন কোচ জুয়ান ফেরেন্দো। প্রতিপক্ষ কঠিন হলেও জয়কেই পাখির চোখ করছেন তিনি।
আরও পড়ুন: আইএসএলে ১-২ গোলে ওড়িশা এফসির বিরুদ্ধে হার এসসি ইস্টবেঙ্গলের
হায়দরাবাদ এফসির তারকা ফুটবলার ওগোবেচে। তাঁর পারফরম্যান্স যে কোনও প্রতিপক্ষের কাছে মাথাব্যথার কারণ। তবে এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরেন্দো তাঁকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। গোটা হায়দরাবাদ এফসি টিমকে নিয়েই স্ট্র্যাটেজি তৈরি করছেন তিনি।