শনিবার আইএসএলে (ISL 2022) কেরল ব্লাস্টার্স এফসির (Kerala Blasters FC) বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে আছে সবুজ-মেরুন শিবির। এই ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলে শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে তাঁদের।
রয় কৃষ্ণার (Roy Krishna) অনুপস্থিতিতে ধারাবাহিক গোল করেছেন মনবীর সিং (Manveer Singh) ও লিস্টন কোলাসো (Liston Collaco)। গত ম্যাচে এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধেও দুই ফুটবলার গোল পেয়েছেন। এই ম্যাচ জিতে একটি নতুন রেকর্ড তৈরি করেছে সবুজ-মেরুন ব্রিগেড। টানা ১১ ম্যাচে অপরাজিত জুয়ান ফেরান্দোর টিম। এর আগে এই রেকর্ড ছিল কেরল ব্লাস্টার্স এফসির। টানা ১০ ম্যাচে অপরাজিত ছিল। এবার সেই কেরল ব্লাস্টার্সের সামনেই এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: সুরজিৎ সেনগুপ্ত'র প্রয়াণে শোকস্তব্ধ আপামর বাঙালি ফুটবলপ্রেমী সহ তাঁর সতীর্থরা
আইএসএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে ছিল কেরল ব্লাস্টার্স এফসি। কিন্তু দুটি ম্যাচে হেরে চার নম্বরে নেমে গিয়েছে টিম। তিনে উঠে এসেছে জামশেদপুর এফসি। এই ম্যাচে জিতে ফের প্রথম তিনে জায়গা করতে চাইছে কেরল ব্লাস্টার্স।