ডার্বি জিতে ঘরের মাঠে প্লে-অফে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি। প্লে-অফ জিতলেই সেমিফাইনাল। যুবভারতীতে নামার আগে আগ্রাসী এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
গ্রুপ লিগের ম্যাচে ওড়িশার বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতোস জোড়া গোল করেছিলেন। ওড়িশার বিরুদ্ধে ফের প্লে-অফে জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চাইছে এটিকে মোহনবাগান। স্ত্রীর অসুস্থতায় দলে নেই বাগানের ডিফেন্ডার ব্রেন্ডন হামিল। শুক্রবার বিকেলে অনুশীলন করেননি মিডফিল্ডার গ্লেন মার্টিন্স। তিনি মাঠে নামতে পারবেন কিনা, এখনও নিশ্চিত নয়। ওড়িশা যথেষ্ট শক্তিশালী টিম। প্লে-অফের মতো ম্যাচে সুযোগ নষ্ট করতে খেসারত দিতে হবে। তাই সতর্ক কোচ।
হুগো বুমোস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস। এবার আইএসএলে এই তিন ফুটবলারের উপরই ভরসা মোহনবাগানের। গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুযোগ নষ্ট করেছেন, মনবীর সিং, আশিকরা। এই ম্যাচে ভুল ত্রুটি সামলে মাঠে নামতে পারবে টিম। মনে করছেন কোচ জুয়ান ফেরান্দো।