প্রথম চারের লড়াইয়ে টিকে থাকতে হলে প্রয়োজন জয়। এখনও পর্যন্ত নতুন কোচ জুয়ান ফেরেন্দো (Juan Ferrendo) আসার পর একটি ম্যাচেও হারেনি টিম। শনিবার ওড়িশার বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
আইএসএলের প্রথম পর্বে পরপর খারাপ পারফরম্যান্সের জেরে পদত্যাগ করেন অ্যান্তেনিও হাবাস (Antenio Habas)। তারপরই দলের দায়িত্ব নেন ফেরেন্দো। হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে গত ম্যাচে ২-২ ব্যবধানে আটকে গেলেও আগে দুটি ম্যাচে জয়ে প্রথম চারে জায়গা করে নিয়েছে এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: দুরন্ত মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আজ রেনেডির ইস্টবেঙ্গলের ভরসা স্বদেশী ব্রিগেড
এটিকের চিন্তা দুর্বল রক্ষণ। এবার আইএসএলে ৯ ম্যাচে ১৮টি গোল খেয়েছে টিম। মাত্র একটি ম্যাচেই ক্লিনশিট ধরে রাখতে পেরেছে টিম। গত ম্যাচে চার নম্বর হলুদ কার্ড দেখে ফেলেছেন টিমের কি প্লেয়ার হুগো বোমস। তাই ওড়িশা ম্যাচে তাঁকে পাবে না এটিকে মোহনবাগান।