ডুরান্ডের ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কোনও গোল পায়নি দল। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয় এসেছে। শেষ তিনটে ম্যাচে একাধিক গোলের সুযোগ মিস করেছে এটিকে মোহনবাগান। বুধবার নৌ-সেনার বিরুদ্ধে নামছেন লিস্টন কোলাসোরা।
নক আউটে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে। না হলেই ডুরান্ড থেকে বিদায় নিশ্চিত। প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না কোচ হুয়ান ফেরান্দো। মঙ্গলবার সবুজ মেরুন কোচ ফেরান্দো বলেন, "শেষ তিনটে ম্যাচে গোলের অনেক সুযোগ নষ্ট করায় চিন্তিত নই। যদি দেখতাম, ম্যাচ আমাদের হাতে নেই, তা হলে চিন্তা হত। সবে মরশুম শুরু হয়েছে। আশা করি, ঠিক সময় ছন্দ ফিরে পাবে দল।" নেভিকে হালকা ভাবে নিচ্ছেন না ফেরান্দো। অনেক বেশি সতর্ক তিনি। ফেরান্দো বলেন, "ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওরা ড্র করেছে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধেও প্রথমার্ধে ভাল খেলেছে। তাই আমাদের সামনে কঠিন ম্যাচ।" ফেরান্দোর মতে, মোহনবাগানের ওপরই চাপ বেশি। কারণ ৩ পয়েন্টের খোঁজে নামবে দল।
ইস্টবেঙ্গল ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় নৌ-সেনার বিরুদ্ধে নামতে পারবেন না বাগানের হুগো বুমোস। তাতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন কোচ ফেরান্দো।