শেষ ডার্বিতে(ISL Derby) এসসি ইস্টবেঙ্গলকে(SC East Bengal) ৩-১ গোলে হারিয়ে রীতিমতো উত্তেজনায় ফুটছে জুয়ান ফেরান্দোর(Juan Ferrando) ছেলেরা। বৃহস্পতিবার আইএসএলে(ISL 2022) মুম্বাই সিটি এফসির(Mumbai City FC) মুখোমুখি হবে এটিকে মোহনবাগান(ATK Mohun Bagan)। প্রথম সাক্ষাতেই মুম্বাইয়ের(Mumbai City FC) কাছে ৫ গোলে হারতে হয়েছিল সবুজ-মেরুন শিবিরকে। তাই উত্তেজনায় ফুটলেও কিছুটা আশঙ্কা থেকেই যাচ্ছে মোহনবাগান(Mohun Bagan) শিবিরে।
এটিকে মোহনবাগান(ATKMB) কোচ জানিয়েছেন, ডার্বি জিতে দল আলাদা ছন্দে রয়েছে। এই অবস্থায় টানা দ্বিতীয় ম্যাচ জিতে প্রথম চারে জায়গা করে নেওয়াই তাঁদের লক্ষ্য, জানালেন জুয়ান ফেরান্দো(Juan Ferrando)। তবে সতর্ক কোচ প্রস্তুতিতে কোন খামতি রাখতে চান না। দলের বেশকিছু খেলোয়াড় সদ্য নিভৃতবাস কাটিয়ে দলে ফিরেছেন। এই পরিস্থিতিতে তাদের মানসিক অবস্থার কথা ভেবে জোরকদমে অনুশীলন করাও যাচ্ছে না। তবু হাল ছাড়তে নারাজ সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন- Isl: অতিরিক্ত সময়ের গোলে ড্র করল এসসি ইস্টবেঙ্গল, আটকে গেল চেন্নাইয়ান
আগের ম্যাচে হ্যাটট্রিক করা কিয়ান নাসিরিকে(Kiyan Nassiri) মুম্বাইয়ের বিরুদ্ধে কি দেখা যাবে? এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি ফেরান্দো(Juan Ferrando)। তিনি জানান, "ও খুব পরিশ্রমী ছেলে। ওর জন্য আমি খুব খুশি। তবে ওকে আরও উন্নতি করার জন্য সময় দিতে হবে।" মুম্বাই ম্যাচে পরিকল্পনা এবং দল বদলের কথা জানিয়েছেন ফেরান্দো। পাশাপাশি তিনি জানান, নিভৃতবাসে থাকা ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন দলের সাপোর্ট স্টাফরা। শারীরিক এবং মানসিক শক্তির মধ্যে ভারসাম্য রাখতে এই চেষ্টা চালানো হচ্ছে।
আইএসএলে(ISL 2022) একবারও মুম্বাই সিটি এফসিকে(Mumbai City FC) হারাতে পারেনি মোহনবাগান(ATKMB)। তাহলে কি এবার সেই রেকর্ড ভাঙবে? সবুজ-মেরুন কোচ স্পষ্ট জানিয়েছেন, "এটা নতুন ম্যাচ। নতুন করে ৯০ মিনিট লড়াই করতে হবে। তাই অতীতে কী হয়েছে, সেটা ভেবে চাপে পড়ার কোনও মানে হয় না।"