ডুরান্ড অতীত। যাবতীয় জট কাটিয়ে বুধবার এএফসি কাপ খেলতে নামছে এটিকে-মোহনবাগান। যুবভারতীতে প্রতিপক্ষ কুয়ালা লামপুর সিটি এফসি। মালয়েশিয়ার এই দল নিয়ে ইতিমধ্যেই সবুজ-মেরুকে সতর্ক করে দিয়েছেন বাগান প্রাক্তন সনি নর্ডি। কারণ, এই দলের বিরুদ্ধে মালয়েশিয়া লিগে খেলছেন তিনি। তাই বাগানের প্রতিপক্ষ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হাইতির এই ফুটবলার।
ডার্বি জয় ছাড়া মরশুমের প্রথম টুর্নামেন্টে বেশ ফ্যাকাশে সবুজ-মেরুনের পারফরম্যান্স। বিশেষ করে প্রথম ম্য়াচ থেকে গোল করার লোকের অভাব প্রকট হয়েছে জুয়ান ফেরেন্দোর দলের কাছে। কখনও মনভীর, কখন লিস্টন আবার কখনও কিয়ানের উপর তাকিয়ে থাকতে হচ্ছে স্প্যানিশ কোচকে। এখনও দলের সঙ্গে মানিয়ে উঠতে পারেননি, এই বছর বেঙ্গালুরু থেকে কলকাতায় আসা আশিক কুরুনিয়ান।
এই পরিস্থিতি বুধবার কুয়ালা লামপুরের বিরুদ্ধে ডিফেন্সে পোগবার সঙ্গী হতে পারেন হামিল। করোনা কাটিয়ে এখনও পুরো ফিট হতে পারেননি এই ডিফেন্ডার। তবুও এএফসি কাপের ম্যাচে আর কোনও ঝুঁকি নিতে চান না বাগান কোচ। মাঝমাঠে বদল আনছেন তিনি। জনি কাউকোর সঙ্গে থাকতে পারেন সবুজ-মেরুনের আর এক বিদেশি পেত্রাতোস।