ISL ATK Mohun Bagan : নায়ক বুমো, জামশেদপুরকে ১-০ গোলে হারিয়ে তিন নম্বরে এটিকে-মোহনবাগান

Updated : Dec 10, 2022 21:41
|
Editorji News Desk

ইন্ডিয়ান সুপার লিগে স্বস্তির জয় এটিকে-মোহনবাগানের। জামশেদপুরের বিরুদ্ধে হুগো বুমোর গোলে যুবভারতীতে থেকে তিন পয়েন্ট তুলে নিল সবুজ-মেরুন। ম্য়াচের ৯১ মিনিটে জয়সূচক গোল বুমোর। এর আগে ৮৯ মিনিটে জামশেদপুরের হার্টলে লালকার্ড দেখেন। লিগ টেবলে ১০ নম্বরে থাকা জামশেদপুরের বিরুদ্ধে সেই অ্য়াডভানটেজ নেয় এটিকে-মোহনবাগান। আর তাতে গোল। এই জয়ের ফলে ৯ ম্য়াচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল সবুজ-মেরুন। পয়েন্ট টেবলে একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় হায়দরাবাদ। গোল পার্থক্যে তারা বাগানের থেকে এগিয়ে। এই জয়ের ফলে টেবল টপার মুম্বইয়ের থেকে দু পয়েন্টে পিছিয়ে এখন এটিকে-মোহনবাগান। মুম্বইয়ের পয়েন্ট ২১। 

বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে স্পেনের। আর ৪৮ ঘণ্টা পর বাগান সমর্থকদের মুখে হাসি কিন্তু ফুটিয়েই রাখলেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরেন্দো। এদিনও জামশেদপুরের থেকে জয় ছিনিয়ে নিতে চার-তিন-তিন ছকে মাঠে নেমেছিল এটিকে-মোহনবাগান। পেত্রাতোস, কোলাসো, কুরিনিয়ান এই ত্রয়ীর উপর গোল করার আস্থা রেখেছিলেন ফেরেন্দো। প্রথম ৪৫ মিনিটে বেশ কিছু সুযোগও তৈরি করেছিল কলকাতার এই দল। 

এই ম্যাচেও পাসের বৈচিত্র দেখা গেল। কিন্ত তারপরেও ৯১ মিনিট পর্যন্ত বাগানের আক্রমণকে আটকে রেখেছিল জামশেদপুর। সেই দূর্গ ভাঙল বুমোর গোলে। এই ম্য়াচে প্রায় ৫০০ কাছাকাছি পাস খেলেন বাগান ফুটবলাররা। বল পজিশনেও তাঁরা এগিয়ে ছিলেন জামশেদপুরের থেকে। যাইহোক গোল এল, সঙ্গে এল তিন পয়েন্ট। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল দেখতে বসার আগে এটাই স্বস্তি সবুজ-মেরুন সমর্থকদের কাছে। 

ATK Mohun BaganJamshedpur FCISL 2022

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া