তিন বছর পর কোভিড আবহ কাটিয়ে শহরে কলকাতা ডার্বি (Kolkata Derby 2022)। ডুরান্ড কাপের হাইভোল্টেজ ম্যাচে আত্মঘাতী গোল করে জঘন্য হার ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal vs Mohun Bagan Live Score)। বছরের প্রথম ডার্বি জিতে রেকর্ড অক্ষুণ্ণ রাখল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।
ডার্বি মানেই আলাদা মেজাজ। সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে (Salt Lake YBK) সময়ের আগেই জড়ো হন দুই দলের সমর্থকরা। মাঠে সেই চেনা ছন্দ। সব মিলিয়ে আবেগপ্রবণ ছিল দুই শিবির। মোহনবাগান স্ট্রাইকার লিস্টন কোলাসোর কর্নার থেকে প্রথমার্ধে নিজ-গোল করে ফেলেন ইস্টবেঙ্গলের ফুটবলার সুমিত পাসি। আশা ছিল, প্রতিপক্ষের জালে শট নেবেন। কিন্তু আত্মঘাতী গোল করায় এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এরপর বারবার সুযোগ চলে আসে এটিকে মোহনবাগানের কাছেই। গোটা ম্যাচে বেশ কয়েকটা সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি লাল-হলুদ শিবির। ডুরান্ডের ডার্বিতে ৯০ মিনিটের শেষে খেলার ফলাফল ১-০।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে 'সেঞ্চুরি'-র রেকর্ড বিরাটের, শুভেচ্ছা এবি ডিভিলিয়ার্সের
নতুন স্পনসর এসেছে। এসেছেন নতুন কোচও। পাঁচ বিদেশিকে সই করিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবুও ডার্বিতে ভাগ্য ফিরল না ইমামি ইস্টবেঙ্গলের। এদিনও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হেরে সল্টলেক থেকে ফিরতে হল লাল-হলুদ শিবিরকে।