এবার করোনার(Corona) থাবা অ্যাটলেটিকো মাদ্রিদ(Atletico Madrid) শিবিরে। ইতিমধ্যেই কোচ ডিয়েগো সিমিয়নে (Diego Simeone) সহ পাঁচ ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবারই বার্সেলোনার(Barcelona) তিন ফুটবলার করোনা আক্রান্ত হন বলে খবর পাওয়া গেছে।
অ্যাটলেটিকোর(Atletico Madrid) তরফে জানানো হয়েছে কোচ সিমিয়নে সহ অধিনায়ক কোক, মিডফিল্ডার হেক্টর হেরেরা, ফরওয়ার্ড আন্তোনিও গ্রিজম্যান (Griezmann) এবং জোয়াও ফেলিক্স করোনা আক্রান্ত হয়েছেন। বার্সেলোনা(Barcelona) জানিয়েছে, তাঁদের মিডফিল্ডার কুটিনহো (Philippe Coutinho), ডিফেন্ডার সার্জিনো ডেস্ত, এবং আবদে করোনা(Corona) আক্রান্ত হয়েছেন।
এই মুহূর্তে ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লা লিগায় পঞ্চম স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ(Atletico Madrid)। বার্সেলোনার(Barcelona) সংগ্রহ ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট।
রিয়াল মাদ্রিদ (Real Madrid) শিবিরও এই অতিমারির সঙ্গে লড়াই চালাচ্ছে। দলের সার্বিয়ান তারকা লুকা জোভিস (Luka Jovic) বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার কার্টোস, ভালভার্দে, এডুয়ার্ডো কামাভিঙ্গা, এবং ভিনিসিয়াস জুনিয়র অতিমারির খপ্পরে পড়েন।
আরও পড়ুন- Team India: সেঞ্চুরিয়ন টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কত পয়েন্টে ভারত?
লুকা মদ্রিচ (Luka Modric), রড্রিগো, মার্কো আসেন্সিও, গ্যারেথ বেল (Gareth Bale), মার্সেলো (Marcelo), লুনিন, ইসকো এবং ডেভিড অ্যালবা(David Alaba) ডিসেম্বরের শুরুতেই আক্রান্ত হন করোনায়।