১৬ বছর পর ফুটবল বিশ্বকাপের নক-আউটে অস্ট্রেলিয়া। বুধবার ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার ছাড়পত্র পেল সকারুরা। ম্য়াচের ৬০ মিনিটে একমাত্র গোল ম্যাথু লেকির।
ড্র করলেই এদিন নক-আউটে চলে যেতে পারত অস্ট্রেলিয়া। প্রথমার্ধে সেইভাবেই তারা শুরু করেছিল। ড্যানিস ডিফেন্সকে বিব্রত করতে কখনও ডানদিন, আবার কখনও বাঁদিক থেকে আক্রমণ তৈরি করে অস্ট্রেলিয়া। কিন্তু তাদের যাবতীয় চেষ্টা বারবার ধাক্কা খায় ডেনমার্ক ডিফেন্স আর গোলকিপার ক্যাসপার স্মাইকেলের কাছে।
কিন্তু ফ্রান্স ম্য়াচে তিউনিশিয়া গোল পেতেই ড্যানিস ডিফেন্সের উপর আরও চার বাড়ায় অস্ট্রেলিয়া। ফ্রান্স ম্য়াচে ৫৮ মিনিটে গোল করে তিউনিশিয়া। আর এই ম্য়াচে ৬০ মিনিটে গোল করে ১৬ বছর পর নক-আউটে জায়গা পাকা করে ফেলে অস্ট্রেলিয়া।