ISL ফাইনালে জোড়া গোল। টাইব্রেকারেও গোল করলেন। কাতার বিশ্বকাপের কিলিয়ান এমবাপেকে মনে করিয়ে দিলেন মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস। আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক ও টাইব্রেকারে গোল করেছিলেন এমবাপে। তবে শেষ হাসি হাসতে পারেননি। দিমিত্রি পেত্রাতোস হ্যাটট্রিক পাননি ঠিকই। কিন্তু তাঁর গোলেই চ্যাম্পিয়ন হল সবুজ-মেরুন ব্রিগেড।
রয় কৃষ্ণকে ছেড়ে দেওয়ার পর প্রশ্ন উঠে গিয়েছিল। টিমে গোল করার মতো ফুটবলার নেই। দিমিত্রি পেত্রাতোস এলেন, অনুরাগীদের মন জিতলেন। এবার মরশুমে লিস্টন কোলাসো, মনবীর সিং, কেউই ছন্দে ছিলেন না। হুগো বুমো, আশিক ও পেত্রাতোস, এই ত্রয়ীর ভূমিকায় আইএসএল চ্যাম্পিয়ন। ফাইনালে একাই জাত চেনালেন অজি ফুটবলার।
এই মরশুমের শুরুতেই পেত্রাতোসকে দলে আনেন ফেরান্দো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া টিমে ছিলেন তিনি। প্রথমে তাঁকে দেখে বোঝা যায়নি। ডার্বিতে প্রথম গোল করেন তিনি। এরপরই সমর্থকদের বড্ড আপন হয়ে ওঠেন এই তারকা ফুটবলার। ফাইনালে জোড়া গোল করে সবুজ-মেরুন সমর্থকদের কাছে ঘরের ছেলে হয়ে উঠলেন পেত্রাতোস।